আচানকি কল পাতিয়া মুর্শিদ মৌলায় নাচাইলো আল্লার নামে উদাসী বানাইলো আলাহু নাম ফুলের মধু আমারে খাইয়াইলো উদাসী বানাইলো হায়গো হায় প্রেম সাগরে জল ধরেনা কাম সাগর শুকাইলো না জানি কি যাদু করলো মুর্শিদ বানিয়ায় গৃহে থাকা হইলো দায় হায়গো হায় মান কুলমান বশ করিয়া তনবদনে মাখাইলো মুর্শিদ আমার সোনার চান অমূল্য রতন মুর্শিদ অন্ধরে নয়ন…
Category: মাওলানা ইয়াছিনের গান
তোমারে সকলে বলে মাবুদ আল্লাহ সাই
তোমারে সকলে বলে মাবুদ আল্লাহ সাই বন্ধু কালিয়ার কানাই আ মায় কি তোর একটু দয়া নাই? তুমিতো দয়াল বন্ধু পার কইরা নেও দুঃখের সিন্ধু খেওয়ার কুলে যেজন ঠেকে তুমি পার করিয়া নেও তাহাকে তোমার নিজগুণে দয়াল বন্ধু সাই। কুরানে কিতাবে শুনি তুমি মওলা রাব্বেকুল গনি লা তাক নাতু দিয়েছো শুনাই গাফুরুর রাহিম তুমি নিশ্চয় জানিয়াছি…
আমার সদায় জ্বলে হিয়া
আমার সদায় জ্বলে হিয়া – নতুন প্রেমে দাগ লাগাইলে তুই বন্ধ রসিয়া । যাদুকরে করে যাদু ,যাদু মন্ত্র দিয়া । তুই বন্ধে করিলে যাদু দুই চক্ষু উড়াইয়া । লাগিয়াছে এস্কের কার্তুস আমার কলিজা ছেদিয়া । কুল গেল কলংক জগতও জুড়িয়া ।। পন্থপানে চাইয়া থাকি সোনা বন্ধুয়ার লাগিয়া । পাইলে তারে ধরমু গলে না দিমু ছাড়িয়া…
তোমার গুনের ধন্য বলিতে
ইয় নবিজি তোমার গুনের ধন্য বলিতে, কোরআনে কিতাবে ধরেনা, তোমার মত করিম রহিম ত্রি জগতে দেখিনা।। আহাদেতে খোদা থাকি মিমের হলকা মধ্যে রাখি পাতললীলা পর্দা রাখি ভবের কারখানা, আহাদে আহাম্মদ হইলায় রসুলুল্লাহ এক বাহানা।। আল্লাহর পিয়ারা তুমি নুরে খোদা নামি দামি, সোনার মনি অন্তরযামী হাবিবে রাব্বানা, কাবাতুল্লা বায়তুল মুকাদ্দাস আরশ কুরসি নয় দুলনা।। লাউলাকের বাদশা…
