আইজ পাশা খেলব রে শ্যাম শ্যামরে তোমার সনে একেলা পাইয়াছি তরে এই নঘোর বনে। আইজ পাশা খেলব রে শ্যাম ॥ একেলা পাইয়াছি হেথা, পলাইয়া যাবে কোথা চৌদিকে ঘিরিয়া লইব আমার সব সখিগণে আইজ পাশা খেলব রে শ্যাম ॥ আতর গোলাপও চন্দন মারো বন্দের গায়ে ছিটাইয়া দেও সুয়া চন্দন ওই রাঙা চরণে আইজ পাশা খেলব রে…
Category: দ্বীনহীনের গান
দয়াল মুর্শিদও দিবানিশি ডাকিযে তোমায়
দয়াল মুর্শিদও দিবানিশি ডাকিযে তোমায় অভাগীরে দুঃখ দিওনা আমি অতি মুর্খমতি তোমার সাধন ভজন জানিনা।। দুঃখে দুখে কাল কাটাইলাম দুখের ভাগি কেউ হইলো না। বুঝি আমার কর্ম দোষে ও তোমার বন্ধের দয়া হইলো না।। ভাই বন্ধু স্ত্রী পুত্র কেউতো আমায় ভালবাতগসেবা তোমার নামের কলংকনি দয়াল তুমি ছাড়া বুঝিনা। দীনহীন কাঙালে বলে কাঙাল ই দয়া হইলো…
বন্ধু বলিরে তোমায়
বন্ধু বলিরে তোমায় অকুলে ভাসাইলায়রে বিনোদ শ্যামরায় ছিলাম কি আশায় রে বন্ধু দুখিনি করলায় রে কাঙাল বানাইলায় অবলা রাধারে তুমিরে কার হাতে সপলায় বিনোদ শ্যামরায়।। কার কাছে যাবরে বন্ধু কে ডাকিবে আয় কারে দেখে প্রান জুড়াইবেরে দুখিনি রাধায় রে বিনোদ শ্যামরায়। দ্বীনহিনে বলেরে বন্ধু না দেখি উপায় অন্তিম কালে রাঙাচরযন দিও মোর মাথায় আপনার পছন্দের…

