তোমারও পিরিতে আমি হইলাম কলংকিনীরে
হায়রে আমার শ্যাম গুনিমনি
প্রাণও বন্ধুরে আমি যে তোমার কাঙালিনী
আমি তোমায় চাইরে বন্ধু আর কিছু না জানি
তুমি আমার পরানের ধন নয়নেরও মণিরে ।।
প্রেমের নেশায় তোমার আশায় হইলাম ভীখারিনী
সহেনা আর বিচ্ছেদ জ্বালা কাদি দিনরজনী।।
তোমারে পাইলে আমি হইবো মহাধনি
নুর জালাল তোমার গুনে হইমু আমি গুনি
