দোজখ আমার ফুলের বাগান।।
যদি গো তোমারে পাই
চাই না সেই সুখ আমি
যেই সুখে তোমায় ভুলে যাই।।
তুমি আমার এতোই প্রিয়
আট বেহেশতের চেয়ো।।
সুখ নিয়ে সব দুঃখ দিও।।
রাখিও চরণ সেবায়…
তুমি বিনে যে দুঃখ পাই
সাত দোযখেই সেই কষ্ট নাই।।
আমি কি দোযখ রে ঢরাই।।।
প্রেম আগুনে পুড়ে হয়ছি ছাই
প্রেম আগুনে পুড়ে হয়ছি ছাই
না হইলে তোমায় পাওয়া
তুচ্চ ঐ বেহেশতের মেওয়া।।
সরকার মালেকেরই চাওয়া পাওয়া।।
কেঁদে যেনো দিন কাটাই…