জাননি প্রাণ বন্ধুয়া কার ঘরে আরে জগতের লোক
বন্ধুয়ার বিরহে আমার জ্বালা পুড়া বুক।
এক নজর দেখিব তারে (ও কেউ) আমারে বলুক !
আরে জগতের লোক ….
হইয়া যার প্রেমের ভিখারী দেশ বিদেশে তালাশ করি
দয়া করি কেউ সাহায্য করুক।
(ও আমি) কইতে নারী হৃদয় চিরি কি মায়া দেখুক ॥
আরে জগতের লোক …..
কেন দয়াল নাম ধরিয়া আমারে মারে কাঁদাইয়া
দেখা দিয়া লুকাইয়া থাকুক।
(ও আমি) কার কাছে যাই কারে দেখাই কলঙ্কিনী মুখ ॥
আরে জগতের লোক …
বন্ধু দেখা দেয়না যবে এই দোয়া করিও সবে
তার চরণে আমার নাম লেখুক।
(দয়াল) বন্ধুর পায়ে মাথা রেখে আমীর উদ্দিন মরুক ৷
আরে জগতের লোক …

