যুগল মিলন হইলো গো
বৃন্দাবন আজ প্রেমে ভাইসা যায়
রসে রঙ্গে রাই রঙ্গিনী
নাচিয়া বেড়ায় দেখো গো।।
হাত বাড়াইয়া শ্যাম চান্দে গো দেখো
ধরে রাইর গলায়
একই রঙ্গে এক মুরলী
দুইজনে বাজায় দেখোগো।।
শ্যামের গায়ের পিন্দের বসন গো
দেখো দিলার রাইয়ের গায়
কে বা রাই কে বা শ্যামও
চিননো না যায় দেখো গো।।
ভাইবে রাধা রমণ বলেরে আমি
করি কি উপায়
চন্দ্রগ্রহন লাগলো বুঝি
ভাবে বোঝা যায় দেখো গো।।