তাল হারা বেতালা, মন হইয়াছে উতালা –
উধর ভরিয়া প্রেমের সারাব খেয়েছি।
মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি।।
খেয়েছি প্রেমের সারাব, আমার কিসের অভাব।
বাংলার নবাব আমি সেজেছি –
কখন আসে মীরজাফর, ভয়ে কাপে এই অন্তর
এই হালে দিন আমি কাটাইতেছি।।
মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি।।
সারাবের ভিতরে দেখেছি যারে।
তার ছবি আমি আঁকিতেছি –
পেলে তার দরশন, ছাড়িবনা দুই চরণ,
মনে প্রানে আমি আশা করেছি।।
মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি।।
শ্বেত পাথরের গ্লাস ভরে দেরে দে দে আমারে
আমি যে প্রেম সাগরে ঝাপ দিয়েছি
আলো আর অন্ধকার কিসের আমার দরকার
কয় সালাম সরকার আমি আমার মতে চলেছি।।
মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি।।

