জুড়াইত পিরিতের জ্বালা তোমারে দেখিয়ারে
কান্দে পরাণ তোমারও লাগিয়া
তুমি বিনে এভুবনে বন্ধু কেউ নাইরে আপনা
কইতে নারি সইতে নারি বুক ভরা বেদনা
বন্ধুরে
তোমার লাগি দিল দেওয়ানা
আশায় থাকি চাইয়ারে।।
দুঃখ বুকে কইনা মুখে যে আগুনে জলি
বারন হইত শুনলে তোমার মধুমাখা বুলি
বন্ধুরে
আমার বুকে দিয়া চুরি কই রইলে লুকাইয়ারে
তোমায় পাইতে আমির উদ্দিন কাটাইলো জীবন
মনচোরা চিকনকালা অন্ধেরি নয়ন
বন্ধুরে
কলংক রাখিসনা রে বন্ধু আমি দুখিরি কান্দাইয়া।