কোরানের ফজিলত মা গো
ফাতেমা জগত জননী ।
মা গো তুমি নাজাত দাতা
পরমাত্মা সর্বগুনি ।।
ফাতেমা জগত জননী ।
তুমি বতুল্ ‘তুমি জাহরা
রছুলুল্লার নয়নমনি
মা’ রছুলুল্লার নয়নমনি ।
ওয়া আলা ইলাহার জ্যোতি
তোমার ঘরে হয় রওশনি ।।
ফাতেমা জগত জননী ।
মায়ের হাতে তালা কুঞ্জি
মা’ তুমি রহমতের খণি গো
মা’ তুমি রহমতের খণি ।
আউয়াল আখের জাহের বাতেন
ধন্য তুমি হে মামোনি ।।
ফাতেমা জগত জননী ।
তোমারী আঁচলে মা’ গো
বাঁধা বেহেস্তের ছুরানী গো
বাঁধা বেহেস্তের ছুরানী ।
আসিলে খাদিজার কোলে
২০শে জমাদিউস সানি ।।
ফাতেমা জগত জননী ।
বাবাজির গুনাহ্গার উম্মত
হাশরে তরাইবায় শুনি
মা’ হাশরে তরাইবায় শুনি ।
ইমামগণ সহিতে মাইজি
দুনিয়ায় আখেরে ধনী ।।
ফাতেমা জগত জননী ।
জালালী জামালী আল্লার
তোমার নুরে হয় নুরানী
মা’ তোমার নুরে হয় নুরানী ।
আনন্দে গায় আমীর উদ্দিন
মা আমার বেহেস্তের রাণী ।।
ফাতেমা জগত জননী ।
তাল- দাদরা

