হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
আইলো মহরমের চাঁন’
নবীর বংশের রক্তে ভাসে, কারবালার ময়দান ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১
হায়রে হা – – – য়
শুনহে আল্লার বান্দা’ এমন এক দাস্তান ।
শাহাদতে ইমাম হুছাইন, করতেছি বয়ান ॥
যে হুছাইন মাই ফাতেমার’ দুই নয়নের তারা ।
যে হুছাইন নুর নবিজীর’ প্রানেরও পিয়ারা ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
২
হায়রে হা – – – য়
যে হুছাইন মউলা আলীর’ নাজ ও নিয়ামত ।
যে হুছাইন ধর্মের দীশা’ দ্বীনের আমানত ॥
নবী যারে চুমু খাইতা’ গলাতে লাগাইতা ।
মোহর নবুওতের উপর’ যারে বসাইতা ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
৩
হায়রে হা – – – য়
ফিরিস্তা আসিয়া যারে ‘লূরী শুনাইতা ।
জিবরাঈল ফিরিস্তা যার’ দুলনা ঝুলাইতা ॥
যে হুছাইনে বখশিষ মাঙ্গইন্ ‘নানাজীর উম্মত ।
বদলাতে কবুল করিলেন ‘আপন শাহাদত ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
৪
হায়রে হা – – – য়
এমন নামাজ পড়লেন হুছাইন, সিজদায় দিলেন শির ।
আপন রক্তে সত্যের বাগান, জিন্দা রাখলেন বীর ॥
নেজায় গাঁথা শির মোবারক ‘পাঠ করেন কোরআন ।
আল্লা আল্লা ছুবহানাল্লা’ হুছাইনের এত শান্ ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
৫
হায়রে হা – – – য়
হাজার হাজার চিঠি লেখিয়া ‘দিলেন কুফি গণে’ ।
সত্যপথ হারাইয়া যাইমু’ আপনারে বিহনে ॥
আমাদের ইমাম আপনে ‘আমাদের জান্ মান্ ।
আপনে আসিলে রক্ষা পাইব ‘আমাদের ঈমান ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
৬
হায়রে হা – – – য়
ইমাম হুছাইন বাহির হইলেন ‘কুফা শহর যাইতে’ ।
বেটা ভাতিজা ভাগনা ভাই ‘আপন বোন সহিতে ॥
হুছাইনের সঙ্গেতে চলেন ‘আল্লাহকে ভাবিয়া’ ।
ছিয়ান্নব্বই সংগী হইলেন, বাচ্চা কাচ্চা লইয়া ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
৭
হায়রে হা – – – য়
দ্বীন্ বাচাইবার্ জন্যে ইমাম’ রওয়ানা দিলেন ।
যাইতে যাইতে কারবালাতে’ উপস্থিত হইলেন ॥
যখনই চলিয়া গেলেন ‘ফুরাতের কিনারে’ ।
দেখলেন নদী পাহারা দেয়, এজিদী লস্করে ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
৮
হায়রে হা – – – য়
শিমার আর ইবনে জিয়াদ’ সাক্ষাতে আসিল ।
বেগায়রৎ বেয়াদব দুইটায় , হুছাইনকে বলিল ॥
তছলিম করো’ মানিয়া লও, এজিদের খেলাফত ।
বায়েত হও এজিদের হাতে, মিলিবে সুপথ ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
৯
হায়রে হা – – – য়
জালিমের হাতে হাত দিব না ‘করবনা এই ভুল ।
হুছাইন একই জবাব দিলেন’ শাহাদত কবুল ॥
মৃত্যুও লজ্জিত দেখিয়া ‘হুছাইনের হিম্মত’ ।
সত্য রক্ষাকারী হুছাইন ‘কোরানের ইজ্জত ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১০
হায়রে হা – – – য়
ফুরাত নদী পাহারা দেয়’ জালিমের বাহিনী ।
নবীর আহলে বায়তের জন্য ‘বন্ধ করল পানি ॥
হাশরের দিন যাহার পিতা’ ছাকিয়ে কাওছার ।
পানির্ পিয়াছা কারবালাতে ‘তিনির পরিবার ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১১
হায়রে হা – – – য়
তিনদিন ধরি ভূকা পিয়াছায়’ শরীর কাতর ।
এই সময় হামলা করিল, এজিদের লস্কর ॥
এমন জুলুম দেখিয়া তখন’ হুরের্ মন গলিলো ।
হুছাইনের বাহিনীতে হুর’ আসিয়া যোগ দিলো ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১২
হায়রে হা – – – য়
হুরকে ক্ষমা করলেন হুছাইন, নিজো দয়াগুনে ।
সত্যের পক্ষে হুর শহীদ’ কারবালার ময়দানে ॥
শহীদ থাকে মরিয়াও জিন্দা ‘শহীদের এত দাম’ ।
কারবালাতে শহীদ সবাই, আলাইহিচ্ছাল্লাম ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১৩
হায়রে হা – – – য়
কাসেম আর সখিনার বিয়া, কারবালাতে হয় ।
বিয়ার দিন সখিনা রাঢ়ি ‘দুঃখ কারে কয় ॥
কাসেমকে তারা এমনভাবে, শহীদ করিল’ ।
জালিমেরা লাশের উপরে, ঘোড়া দৌড়াইল ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১৪
হায়রে হা – – – য়
খিমার ভিতর খাইবার মত ‘কোন কিছুই নাই ।
শিশুর জন্য মায়ের দুধও ‘গিয়াছে শুকাই ॥
অসহায়ের মত চাইয়া’ একে অন্যের পানে ।
আব্বাছ গেলেন মুশক লইয়া, পানির কারণে ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১৫
হায়রে হা – – – য়
ফুরাতে গিয়া পানি লইলেন ‘মুশকে ভরিয়া ।
বাচ্চারা পান করবে পানি, আল্লাহর শুকরিয়া ॥
তীর বর্শা মারিয়া আব্বাছের’ দুইও হাত কাটিল’ ।
বাচ্চাগণের ভাগ্যেতে আর, পানি না জুটিল ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১৬
হায়রে হা – – – য়
নেজা মারল আলী আকবরের, ছিনায় গেলো ধাবী’ ।
আলী আকবর ছিলেন দেখতে, আহাম্মদের ছবি ॥
আউন,মোহাম্মদ দুইটি লাল, জয়নবের সন্তান ।
সত্যের জন্যে কারবালাতে, হইলেন কোরবান ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১৭
হায়রে হা – – – য়
ছয় মাসের আলী আছগরকে ‘কোলেতে উঠাইলা’ ।
বাচ্চার জন্য থুড়া পানি ‘ হুছাইনে মাঙ্গিলা ॥
ইবনে ছাদে আদেশ দিল, হুছাইনের কোলেতে’ ।
বাচ্চার গলায় তীর মারিল, হরমুলা লান্নতে ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১৮
হায়রে হা – – – য়
ইমাম জয়নাল আবদীন খুবই, ‘অসুস্থ ছিলেন ।
ময়দানে কেউ যাইবার মত, বাকী না রইলেন ॥
আপনজনদের এত লাশ, চোখের সামনে’ ।
কত নিদারুণ অবস্থা ‘ কারবালার ময়দানে ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
১৯
হায়রে হা – – – য়
আছরের নামাজের ওয়াক্ত দেখিবারে পাইন ।
নামাজের সিজদাতে যখন, গিয়াছেন হুছাইন ॥
উত্তম সুযোগ মনে করল, ঐ শিমার কাফির ।
সজিদাতে কাটিয়া লইল’ হুছাইনের শির ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
২০
হায়রে হা – – – য়
ইমাম হুছাইন অনিদ্রায় তিন, দিনের্ ভূকা পিয়াছা ।
মাই ফাতিমার লাল্ হুছাইন, নবিজীর নওয়াছা ॥
এক জরা দয়া করল না, মুখের পানেও চাইয়া ।
শুল্লিতে চড়াইল শির্’ নেজাতে গাথিয়া ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
২১
হায়রে হা – – – য়
জয়নালআবদিনের পায়ে বেড়ী, গলায় জিঞ্জির দিল ।
ছৈয়দা জয়নবের চাঁদর, শিমারে কাড়িয়া নিল ॥
নবীর আহলে বায়তের উপরে, ‘জুলুম আর ছিত্তম ।
কান্দে আল্লাহর আরশ কুরসি, লাওহ ও কলম ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
২২
হায়রে হা – – – য়
আল্লাহর ফিরিশতায় কান্দে, জমিন ও আসমান ।
হায় হুছাইন, হায় মাত্তম করে, হুর আর গিলমান ॥
দরিয়ায়ও ‘মাত্তম করে, ‘দরিয়াবাসী লইয়া ।
দরিন্দা পরিন্দায় কান্দে, আকুলিত হইয়া ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
২৩
হায়রে হা – – – য়
এজিদের বাহিনীর ছিল, তিরিশ লক্ষ সেনা ।
ভয়ঙ্কর রূপে সজ্জিত, আজরাইল নমুনা ॥
জয়নবের খিমা জালাইল, লুটিয়া নিল মাল্ ।
অনেক বাচ্চাইন পদাঘাতে, মরিয়া পয়মাল ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
২৪
হায়রে হা – – – য়
নারীগণে লইল তারা ‘রশিতে বান্ধিয়া’ ।
হায়রে সখিনার কান্দনে, কলিজা যায় ফাঠিয়া ॥
শিমারে ‘কান্দন শুনিয়া, ধমক দেয় ‘চুপ্ কর ।
সখিনার পবিত্র গালে, মারিল থাপ্পড় ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
২৫
হায়রে হা – – – য়
নিজ হাতে পরাইয়া দিছলা ‘সখিনার কানে ।
একজোড়া সোনার দুল, বাবাজান হুছাইনে ॥
সোনার দুল সখিনার কানে, দেখিল নজরে ।
শিমারে ছিড়িয়া নিলো, ‘কান সহকারে ॥
হায়রে হায়’ হায় আল্লা”হায় হায় মাত্তম ।
২৬
হায়রে হা – – – য়
হুছাইনের ইজ্জতে আল্লার, হক জিন্দা রইল ।
বাতিল চিরস্থায়ী ভাবে, পরাজিত হইল ॥
হুছাইনের আপনা হইতে, বাহাত্তর শহীদ ।
নিজেকে কোরবান করিয়া, বাচাইলেন তাওহীদ ॥
হায়রে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
২৭
হায়রে হা – – – য়
হৃদয় বিধারক ঘটনা, আমীর উদ্দিন গায় ।
মদিনাতে উদয় সূর্য, অস্ত কারবালায় ॥
মোমিনগণের এই মহা দুখ্, সারা জনম ভরি ।
কান্দরে হায় হুছাইন কইয়া’ করো মাত্তমজারি ॥
হায়েরে হায়’ হায় আল্লা” হায় হায় মাত্তম ।
************************************************

