প্রেমের ভুবনে মিলনে লাগিল কৃষ্ণলীলা।
রাধা শ্যামে দুই নামে জগত উজালা ॥
প্রেমের ভুবনে মিলনে লাগিল’কৃষ্ণলীলা।
তন রাধা মন কানু দমে নামে খেলা
জীবে আর পরমে মিশে রঙ্গেতে রঙ্গিলা ॥
প্রেমের ভুবনে মিলনে লাগিল কৃষ্ণলীলা।
এক হইতে আমি তুমি দুই অঙ্গ হইলা
পিরিতেরি অভিলাষে বহুরূপ সাজিলা ॥
প্রেমের ভুবনে মিলনে লাগিল কৃষ্ণলীলা।
কৃষ্ণ রাধার রাধা কৃষ্ণের রূপেতে মজিলা
কালো রূপে বর্ণ ধরে খেলা করে কালা ॥
প্রেমের ভুবনে মিলনে লাগিল কৃষ্ণলীলা।
আমীর উদ্দিন বলে যাহার কৃষ্ণ প্রেমের জ্বালা
নিরলে বসিয়া গাঁথে বিনা সুতার মালা ॥
প্রেমের ভুবনে মিলনে লাগিল কৃষ্ণলীলা ।
