দয়া করে নামটি আমার তোমার পাক চরণে লেখো
দয়াল বন্ধু দয়া করে আমার পানে চেয়ে দেখো
তোমার পাক চরণে লেখো।
রহিম নামের দিকে চাও অপরাধ ক্ষমা দাও
বন্ধু হয়ে বন্ধুর কথাটুকু রাখো
সত্য সুজন চিরসদয় দয়াল নাম হইওনা নিদয়
ভিখারিণীর হিসাব কি রয় লাখো ॥
অন্তরের দুঃখ ছাড়ো হাসিয়া বরণ করো
তুমি ছাড়া আমার আর নাই কোন লৈক্ষ
মায়ে তার আপন শিশুরে জানের অধিক মায়া করে
সেই চুমু খাও আমার নাক মুখো ॥
পবিত্র রতন ধন কেউ নাই তোমার মতন
আমারি হৃদয় সিংহাসনে থাকো
আমারে বাসিওনা ভিন রেখো তোমার চিরঅধীন
আমীর উদ্দিন নাম ধরিয়া ডাকো ॥