তোমার মুখের হাসি ওলো রূপসী
কত ভালবাসি ওলো
আওলাকেশি কুলবালা।
দেখিয়ে দুটি অধর
গায়ে এলো প্রেমো জ্বর
বাকা চাহনিতে তর পরানও ভূলা
উদিত আকাশের চান
কারিয়া নিয়াছো প্রান
মনে চাহে তোমারে নিরালা।।
আওলাকেশি কুলবালা।
জানিনা পরিচয় দেখা দিলে অসময়
বাড়াইয়া দিলেলো বিরহজ্বালা
অপরূপও কি বাহার
তুই যদি হইতে আমার
ভাসাইতাম জীবন ভেলা।।
আওলাকেশি কুলবালা।
তোমারি যৌবনে আমারি মিলনে
বাসর স্বর্গ হইতো কত উজালা
করিতাম আলিঙ্গন, স্নেহ আর চুম্বন
ভূলিওনা কইন আমির পাগেলা।।
আওলাকেশি কুলবালা।
