পোড়া মনের দুঃখ তোরা শুইনা কি করিবে
তোমরা নি মোর প্রান বন্ধুরে আনিয়া দেখাইবে’গো সখী
তোরা শুইনা কি করিবে।
আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে
পরশমনি চরণ তাহার ভাগ্যেতে মিলিবে গো সখী…
তোরা শুইনা কি করিবে।
পুবেতে উদয়গো ভানু পশ্চিমে ডুবিবে
অমবশ্যা রাতেনি কেউ পুর্ণিমা দেখিবে’গো
তোরা শুইনা কি করিবে।
প্রান বন্ধুরে যে পাইবে সেইতো রাজা হবে
উকিলেরী ভাগ্যে কি আর সেই ধন মিলিবে
তোরা শুইনা কি করিবে।
